৫০ শতাংশ আইফোনে আইওএস ১৩

১৭ অক্টোবর, ২০১৯ ১৭:৩১  
সেপ্টেম্বরের ২৪ তারিখে আইফোনের জন্য নতুন সংস্করণ আইওএস ১৩ প্রকাশ করে অ্যাপল। নতুন এ সংস্করণে আছে আর্কেড এবং ডার্ক মোড-এর মত কিছু উল্লেখযোগ্য ফিচার। তবে কিছু ত্রুটি থাকা সর্তেও নতুন ওএস-এ উন্নীত হচ্ছে ব্যবহারকারীরা। অ্যাপ ডেভেলপারদের লক্ষ্যে একটি পোস্টে অ্যাপ স্টোরে ভিসিটর্সদের উপর ভিত্তি করে তথ্য প্রকাশ করেছে অ্যাপল। সব আইফোনের ৫০ শতাংশ এখন আইওএস ১৩ এ উন্নীত হয়েছে, ৪১ শতাংশ চলমান আইওএস ১২ এবং বাকি ৯ শতাংশ ওএস-এর আগের সংস্করণ চালাচ্ছে বলে এ তথ্যে জানায় সংস্থাটি। এছাড়াও গত চার বছরে সাম্প্রতিক প্রকাশ পাওয়া ৫৫ শতাংশ আইফোন এখন আইওএস ১৩ সংস্করণ চালাচ্ছে বলে জানায় সংশ্লিষ্টরা। অন্যদিকে, আইপ্যাড এ কিছুটা আলাদা চিত্র, ৩৩ শতাংশ আইপ্যাডস চলমান আইপ্যাড ওস চালাচ্ছে এবং ৫১ শতাংশ ডিভাইস এখনও ব্যবহার করছে আইওএস ১২। ডিজিবাংলা/প্রান্ত